২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের অধিনায়ক এরভিন

- Advertisement -

চলতি মাসে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল থেকে পক্ষপাতিত্বের অভিযোগে বাদ পড়েছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। ফলে তারপর থেকেই অধিনায়কের পদ ছিল শূণ্য। অধিনায়কের নাম ঘোষনা না করেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে জিম্বাবিয়ানরা। অবশেষে নতুন অধিনায়কের নাম ঘোষনা করল তারা, নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ এরভিন।

অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন আরেক অভিজ্ঞ শন উইলিয়ামস। তবে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) অধিনায়কত্বের রোটেশন পদ্ধতি অবলম্বন করেছে, সেক্ষেত্রে তারা এরভিনকে বেছে নিয়েছে। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ একজন ক্রিকেটার। জিম্বাবুয়ের জার্সি গায়ে তিনি খেলেছেন ১৮টি টেস্ট, ৯৬টি ওয়ানডে এবং ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।পরিবারের সদস্য করোনা আক্রান্ত হওয়ায় উইলিয়ামস এবং এরভিনের কেউই বাংলাদেশের বিপক্ষে সিরিজে বায়ো-বাবলে ঢোকেননি। ফলে কেউই খেলতে পারেননি বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্নাঙ্গ সিরিজ।

৫ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে এখন আয়ারল্যান্ডে। ২৭ আগষ্ট থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২৯ আগষ্ট। সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১,২ ও ৪ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ, বাকি দুই ম্যাচ ১৩ এবং ১৪ সেপ্টেম্বর। এই ওয়ানডে সিরিজ আবার ওয়ানডে সুপার লিগের অংশ। এরপর জিম্বাবুয়ে যাত্রা করবে স্কটল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৭ এবং ১৯ সেপ্টেম্বর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img