২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

অবশেষে ইংল্যান্ডে কোহলির টস জয়

- Advertisement -

ইংল্যান্ড-ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। এ নিয়ে ইংল্যান্ডে টানা নয়বার টস হারার পর টসে জিতলেন কোহলি। ইনজুরির কারনে লর্ডস টেস্টের দলে নেই মার্ক উড; তার স্থলাভিষিক্ত হয়েছেন ক্রেগ ওভারটন। তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন ডেভিড মালান; তৃতীয় টেস্টের দলেও আছেন পাঁচ বছর পর দলে ডাক পাওয়া হাসিব হামিদ। ভারতীয় দলে আসেনি কোন পরিবর্তন; দুই ম্যাচ শেষে ১-০ তে সিরিজে এগিয়ে কোহলির দল।

পুরো সিরিজজুড়েই ইংল্যান্ড শিবিরে ইনজুরির হানা; তৃতীয় টেস্টের দলে এক অ্যান্ডারসন ছাড়া নেই কোন অভিজ্ঞ বোলার। টেস্ট শুরুর আগেই দল থেকে ছিটকে গেছেন জফরা আর্চার, ক্রিস ওকসের মত বোলার। নিজেকে টেস্ট সিরিজের আগে দল থেকে সড়িয়ে নিয়েছেন বেন স্টোকসও। লর্ডস টেস্টের আগে ইনজুরিতে পরে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন স্টুয়ার্ট ব্রড। লর্ডসে দুর্দান্ত খেলা মার্ক উডও কাঁধে চোট পেয়ে নেই তৃতীয় টেস্টের দলে।

Story Image
তৃতীয় টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন রুট

দ্বিতীয় টেস্টে হারের পর তৃতীয় টেস্টের স্কোয়াডে দুইটি পরিবর্তন এনেছিল ইংল্যান্ড। তিন বছর পর টেস্ট দলে ডাকা হয়েছিল ডেভিড মালানকে, সেইসাথে ডাকা হয়েছিল টেস্ট ক্রিকেটে এখনও অভিষেক না হওয়া সাকিব মাহমুদকে। তৃতীয় টেস্টের দল থেকে বাদ দেয়া হয়েছিল দুই টপ অর্ডার ব্যাটসম্যান ডমিনিক সিবলি এবং জ্যাক ক্রলিকে। তৃতীয় টেস্টের একাদশেও এসেছে পরিবর্তন; টপঅর্ডারে ফিরেছেন ডেভিড মালান। মালান দলে ফিরায় ইনিংসের শুরু করতে দেখা যেতে পারে হাসিব হামিদকে। মার্ক উডের স্থলাভিষিক্ত হয়েছেন ক্রেগ ওভারটন। সাকিব মাহমুদের টেস্ট দলে অভিষেকের অপেক্ষাটা বাড়ল আরও।

 

Image
পুরো সিরিজ জুড়েই আগ্রাসী ছিলেন ভারতীয় ক্রিকেটাররা

ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়েই মাঠে গড়িয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। নতুন আসরে পয়েন্ট বন্টনেও এসেছে পরিবর্তন। জিতলে ১২ পয়েন্টের সঙ্গে টেস্ট ড্র হলে দুদল পাবে চার পয়েন্ট করে। তারই ধারাবাহিকতায় প্রথম টেস্ট ড্র হওয়ায় ইংল্যান্ড-ভারত দুদলেরই কপালে জুটেছে ৪ পয়েন্ট। স্লো ওভার রেটের কারনে দুই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। দ্বিতীয় টেস্টে একই ভুলের পুনরাবৃত্তি হতে দেয়নি ভারতীয় অধিনায়ক কোহলি; লর্ডসে পুরো ১২ পয়েন্ট নিয়েই ছেড়েছেন মাঠ।

 

ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, স্যাম কারেন, ওলি রবিনসন, ক্রেগ ওভারটন এবং জেমস অ্যান্ডারসন।

ভারত দল: ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রিশব পান্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা এবং মোহাম্মদ সিরাজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img