টাইগারদের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এইমুহুর্তে বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। ১ সেপ্টেম্বর ১ম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে রোববার দল, মিরপুরের মাঠ, সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা, তামিম ইকবালের বিশ্বকাপ দলে থাকা না থাকা, খেলোয়াড়দের চুক্তিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আকরাম খান।
রোববার প্র্যাকটিস করেনি নিউজিল্যান্ড দল। এব্যাপারে আকরাম খান কিছু বলতে না পারলেও সামনের বোর্ড মিটিংয়েই যে হতে যাচ্ছে খেলোয়াড়দের সাথে চুক্তি, তার আভাস দিয়ে রেখেছেন তিনি।
“গত তিন চার বছরে যেভাবে চুক্তি হয়ে এসেছে, এবারও সেভাবেই হবে। ধা্রাবাহিকতাটা গুরুত্বপুর্ণ, সেইসাথে গত কয়েক সিরিজে যারা নিয়মিত খেলে আসছেন, পারফর্ম করছেন তাদের অবশ্যই প্রাধান্য দেয়া হবে”- বলছিলেন আকরাম
মুস্তাফিজ-সাকিবের আইপিএল খেলা নিয়েও কথা বলেছেন আকরাম। সব ঠিক থাকলে আইপিএলের বাকি অংশে দেখা যাবে এই দুই তারকাকে।
“মুস্তাফিজ কয়েকদিন আগেই চিঠি দিয়েছে, সাকিব গতকাল (শনিবার) চিঠি দিয়েছে। আমরা ১ তারিখে আমাদের সিদ্ধান্ত দিব। বোর্ড পজেটিভ আছে, আশা করছি কোনো সমস্যা হবে না”-সাকিবদের আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া প্রসঙ্গে আকরাম খান
সামনেই বিশ্বকাপ, তামিম বিশ্বকাপের দলে থাকবেন কি না এই নিয়ে আছে সংশয়। কিন্তু সব সংশয়কে উড়িয়ে দিয়ে আকরাম খান জানালেন ফিট থাকলে অবশ্যই দলে থাকবেন তামিম।
“তামিমের সমস্যাটা হল ইনজুরির, দলের ফিজিওরা ওকে নিয়ে কাজ করছে। ফিট থাকলে ও অবশ্যই দলে থাকবে, ও তো দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের একজন। ওর সুস্থ হয়ে ওঠাটাই গুরুত্বপুর্ণ”-তামিমকে নিয়ে বলছিলেন আকরাম
বিশ্বকাপে ভিন্ন কন্ডিশনে হবে ম্যাচগুলো, অজিদের বিপক্ষে টাইগাররা খেলেছে স্পিন উইকেটে। কিউইদের সাথেও একইরকম উইকেট থাকবে নাকি স্পোর্টিং উইকেট বানানো হবে এ বিষয়ে আগ্রহ সবার।
“মিরপুরের উইকেট ন্যাচারাল, চাইলেও এই উইকেটে খুব বেশি বদল আনা সম্ভব না। আপনাকে এখানকার কন্ডিশনের কথাও মাথায় রাখতে হবে। সবকিছু মাথায় রেখেই খেলোয়াড়দের জন্য যেটায় বেনিফিট, বাংলাদেশ দলের জন্য যেটায় ভাল হবে সেটাই করতে চাই”- পিচ নিয়ে বলছিলেন আকরাম
পিচ কেমন হবে, চুক্তিতে কারা থাকবে, তামিম বিশ্বকাপে যাবে কি না সব তো সময়েই এলেই জানা যাবে। এইমুহুর্তে কিউইদের সাথে সিরিজটা জিতে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ওমানে পা রাখতে চায় টাইগাররা।