তিন টেস্ট শেষে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। তৃতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে জিতে সমতায় ফিরেছে স্বাগতিকরা। জিতলেও পা মাটিতেই থাকছে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের। জানিয়েছেন কিছুই এখনো অর্জন করেননি। এছাড়া সফররতদের অধিনায়ক ভিরাট কোহলিকে আটকাতে পারলেই সিরিজ জেতা সম্ভব হবে ইংলিশদের, এমনটাই বিশ্বাস ইংলিশ ক্যাপ্টেনের।
লর্ডস টেস্টে জয়ের অবস্থানেই ছিল ইংল্যান্ড, সেখান থেকে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জেতে ভিরাট কোহলির দল। হেডিংলিতে প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইংল্যান্ড, টিম ইন্ডিয়াকে প্রথম ইনিংসে অলআউট করেছে ৭৮ রানে। অনুমিত জয়টাও এসেছে ইনিংস ব্যবধানে।
বৃহস্পতিবার ‘দ্য ওভালে’ চতুর্থ টেস্টে মাঠে নামবে দুদল, স্বাগতিকদের জয়ের পথের কাঁটা সফররত অধিনায়ক ভিরাট কোহলি। যদিও অতটা ফর্মে নেই কোহলি, এই সিরিজে এখন পর্যন্ত মাত্র একটা পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন ভারতীয় ক্যাপ্টেন। দুইবার তাকে শিকারে পরিণত করেছেন জেমস অ্যান্ডারসন। তবুও রুট বিশ্বাস করেন কোহলিকে দ্রুত ফেরাতে পারলেই জয়ের সম্ভাবনা বাড়বে।
“ভিরাট বিশ্বমানের ক্রিকেটার। তাকে আমরা আটকাতে পেরেছি, এই কৃতিত্ব বোলারদের দিতেই হয়। সিরিজ জিততে হলে আমাদের এটা ধরে রাখতে হবে”-ভিরাট কোহলি সম্পর্কে রুট
বিশ্বমানের ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গাও কম থাকে, সেটা জানেন রুটও। তার বোলাররা কোহলির দুর্বলতা খুঁজে বের করতে পারায় খুবই খুশি রুট।
“আমরা তাকে আউট করার উপায় খুঁজে পেয়েছি। ভিরাট দুর্দান্ত খেলোয়াড়, টেস্টে ওর রেকর্ড খুব ভালো। আমাদের সবসময়ই সেরা খেলোয়াড়দের আউট করার উপায় খুঁজতে হবে”
ব্যাটসম্যান ভিরাট কোহলি বর্তমানে যতটা মলিন, অধিনায়ক কোহলি ততটাই উজ্জ্বল। আক্রমনাত্মক অধিনায়কত্বের সঙ্গে খেলোয়াড়দের উপর পূর্ণ আস্থা রাখাই ভারতীয় অধিনায়কের প্রধান গুণ। সেই সম্পর্কে অবগত রুট, মাঠের লড়াইয়ের মতো কোহলির দলের বিপক্ষে কথার লড়াইয়েও সাবধানী রুট।
“ভিরাটের নেতৃত্বে ভারত বিশ্বমানের দলে পরিণত হয়েছে। আমাদের ফলাফল ছাড়া অন্য আশা নেই, ভিন্নকিছু চিন্ত করার সুযোগও নেই। এজন্যই আমাদের অত বেশি আত্মবিশ্বাসী হওয়া চলবে না, আমরা কখনোই ভাবছি না আমরা অনেক কিছু জিতে ফেলেছি”