ঘোষণা করা হয়েছে লিওনেল মেসির পর বার্সেলোনার ১০ নম্বর জার্সির হকদারের নাম। মেসির পর বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি গায়ে জড়াবেন আনসু ফাতি।
Our new number ?
Made in La Masia ?❤️
⭐️ @ANSUFATI ⭐️ pic.twitter.com/co6NcpjxOx— FC Barcelona (@FCBarcelona) September 1, 2021
ক্লাবের আর্থিক অসঙ্গতিতে লিওনেল মেসি আগস্ট মাসে পিএসজি তে পাড়ি জমানোর পর থেকেই তুমুল আলোচনায় একটি প্রশ্ন, ‘কে পেতে যাচ্ছেন মেসির ১০ নং জার্সি?’ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিকেলে বার্সেলোনার অফিশিয়াল টুইটার পেজে প্রকাশিত এক ভিডিও তে ফাতিকে ১০ নম্বর জার্সি উপহার দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে কাতালান ক্লাবটি।
বার্সেলোনার একাডেমি ‘লা মাসিয়া’র সদস্য ছিলেন ১৮ বছর বয়সী ফাতি। বার্সেলোনার মূল দলের হয়ে ২০১৯/২০ সিজনে অভিষেক হয় তার। মাত্র ছয়দিন পরেই তিনি হয়ে যান লা লিগায় বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা। ইতোমধ্যে স্পেনের জার্সি গায়েও অভিষেক হয়েছে এই কিশোর ফরোয়ার্ডের।
রিভালদো, হুয়ান রোমান রিকুয়েমে, রোনালদিনহো, লিওনেল মেসির পর ফাতি হলেন একবিংশ শতাব্দীতে ৪র্থ ফুটবলার যিনি বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরার সম্মান অর্জন করলেন।