ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়টা ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়েই শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখানেই প্রথমবার ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন পর্তুগিজ তারকা। আবার যখন ঘরে ফিরছেন, তখনও ৭ নম্বর জার্সিটাই ফিরে পেতে যাচ্ছেন তিনি।
??? it's official ?
7️⃣ @Cristiano#MUFC | #RonaldoReturns
— Manchester United (@ManUtd) September 2, 2021
রোনালদো ইউনাইটেডে ফিরেছেন; কিন্তু ‘সিআরসেভেন’ ফিরবেন কিনা, তা নিয়ে ভক্তদের মনে ছিল জল্পনা-কল্পনা। কারণ, বর্তমানে ইউনাইটেডের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় হচ্ছেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। এবং, প্রিমিয়ার লিগের নিয়মানুযায়ী, একজন খেলোয়াড়কে কোন জার্সি নম্বর দেওয়া হলে পুরো সিজন তা পরিবর্তন করা যাবে না। কিন্তু এক বিবৃতির মাধ্যমে সকল গুঞ্জনকে দূরে ঠেলে দিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষ জানিয়েছে রোনালদোর গায়েই উঠতে যাচ্ছে ৭ নম্বর জার্সিটি।
“ম্যানচেস্টার ইউনাইটেড এটি নিশ্চিত করছে যে, ক্রিশ্চিয়ানো রোনালদো তাঁর ঐতিহাসিক ৭ নম্বর জার্সিতেই ওল্ড ট্রাফোর্ডে ফিরতে যাচ্ছেন। পর্তুগিজ মহাতারকা এই ক্লাবের হয়ে তাঁর ক্যারিয়ারের প্রথম অধ্যায়েও এই জার্সি পরতেন, এবং আমরা নিশ্চিত করছি যে, তিনি এখনও এই জার্সিই পরবেন।”- বিবৃতিতে জানিয়েছে ইউনাইটেড
New look ?
Same Matador ?#MUFC pic.twitter.com/jBtByW9uij
— Manchester United (@ManUtd) September 2, 2021
রোনালদো ৭ নম্বর জার্সি পাওয়াতে, কাভানিকে দেখা যাবে ২১ নম্বর জার্সিতে এমনটাই জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।
“রোনালদো ৭ নম্বর জার্সিটি অধিগ্রহণ করছেন এডিনসন কাভানির কাছ থেকে, যিনি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও এই জার্সিটি গায়ে জড়িয়েছিলেন। তবে ৭ নম্বর জার্সিটি রোনালদোকে দেওয়ায়, তিনি এখন গায়ে জড়াবেন ২১ নম্বর জার্সি। ক্রিশ্চিয়ানোকে ৭ নম্বর জার্সি প্রদানের অনুমতি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া হয়েছে” -কাভানির নতুন জার্সি নিয়ে ইউনাইটেড
ড্যানিয়েল জেমস লিডস ইউনাইটেডে পাড়ি দেওয়ার সুবিধাটাই নিয়েছে রেড ডেভিলরা; জেমসের ২১ নম্বর জার্সিটি ফাঁকা থাকায় কাভানিকে সেই জার্সি দেওয়া হয়েছে। পর্তুগিজ মহাতারকাকে ঘরে ফেরার শুভেচ্ছা জানাতে কাভানিও খুশিমনে সেই প্রস্তাব গ্রহণ করেছেন।
A mark of the man ❤️@ECavaniOfficial ? @Cristiano#MUFC
— Manchester United (@ManUtd) September 2, 2021
স্কাই স্পোর্টসের এক রিপোর্ট অনুযায়ী, এই ব্যাপারে ইউনাইটেডের প্রতি নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন রোনালদো।
“আমি আসলে নিশ্চিত ছিলাম না যে আবারো এখানে ৭ নম্বর জার্সি পাওয়া সহজ হবে কিনা। এডি (কাভানি) কে ধন্যবাদ তাঁর এই মহানুভবতার জন্য।”
এই দলবদল মৌসুমের শেষদিনে ইউনাইটেডের সঙ্গে দুইবছরের আনুষ্ঠানিক চুক্তিপত্রে সাক্ষর করেন রোনালদো।