শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কিউই দলে এসেছে দুইটি পরিবর্তন। অভিষেক হতে যাচ্ছে বেন সিয়ার্সের, দলে ফিরেছেন হামিশ বেনেট। টাইগারদের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে আসেনি কোনো পরিবর্তন।
প্রথম ম্যাচে টসে জিতেছিলেন কিউই অধিনায়ক টম লাথাম; শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানের দেখা আরেকবার পেয়েছে কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানেই অলআউট নিউজিল্যান্ড; টাইগারদের জয় আসে সাত উইকেটে। ম্যাচ শেষে কিউই কোচ বলেন মিরপুরের এই পিচে ১০০ রান করার উপায় খুঁজছেন তারা। সাকিব আল হাসান জানিয়েছেন অজিদের সাথে খেলা সিরিজের থেকেও এই পিচে খেলাটা কঠিন।
দ্বিতীয় ম্যাচে পিচ কেমন হবে সেটা বলা না গেলেও মিরপুরের এই পিচে যে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে তা অনুমান করাই যায়।