২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ওভাল টেস্টে চালকের আসনে ভারত

- Advertisement -

বিদেশের মাটিতে রোহিত শর্মার প্রথম সেঞ্চুরির কল্যাণে ওভাল টেস্টের তৃতীয় দিনটা দুর্দান্ত কাটালো ভারত। আলোক স্বল্পতায় দিনের খেলা ১৩ ওভার বাকি থাকতে শেষ হলেও ২য় ইনিংসে ইতোমধ্যে ভারত নিয়ে ফেলেছে ১৭১ রানের লিড। হাতে আছে ৭ উইকেট। নিঃসন্দেহে ম্যাচে এই মূহুর্তে চালকের আসনেই রয়েছে ভিরাট কোহলির দল।

দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিলেন, তৃতীয় দিন সকালটা সেখান থেকেই যেন শুরু করলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। আগেরদিনের ৪৩ এর সাথে দুই ওপেনার যোগ করেন আরো ৪০ রান। দলীয় ৮৩ রানের মাথায় বিতর্কিত এক রিভিউয়ের সিদ্ধান্তে কট বিহাইন্ড হন রাহুল। প্রথমে আউট দেননি আম্পায়ার। তবে ইংল্যান্ড রিভিউ নেবার পর স্নিকোমিটারে স্পাইক দেখার পর সিদ্ধান্ত পাল্টান আম্পায়ার। তবে সেটি বল ব্যাটে লাগার শব্দ, না ব্যাট প্যাডে আঘাত করার, সেটি নিয়ে দুই ওপেনারই ছিলেন সন্দিহান, মাঠে প্রকাশ করেছেন অসন্তোষও।

এরপর দারুণ খেলতে থাকা রোহিতকে যোগ্য সঙ্গ দেন চেতেশ্বর পুজারা। ধৈর্য্যশীল ব্যাটিংয়ের প্রতিমূর্তি পুজারা আজ যেন ছিলেন ‘স্বাভাবিকের চাইতে’ একটু বেশি আক্রমণাত্মক। ১০৩ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। জেমস অ্যান্ডারসনের বলে আউট হবার আগে খেলে যান ৬১ রানের ইনিংস।

পুজারার ভাগের ধৈর্য্যশীলতার কোটা অবশ্য আজ পূরণ করেছেন রোহিত শর্মা। ১৪৮ বলে ফিফটি স্পর্শ করেন রোহিত। যা তার মন্থরতম ৫০ গুলোর একটি। এরপর অবশ্য বেশ চালিয়েই খেলেছেন। বড় ইনিংস খেলার নেশা বোধহয় পেয়ে বসেছিল তাঁকে। ‘নার্ভাস নাইন্টিজ’কে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন রোহিত। জেমস অ্যান্ডারসনকে মিডউইকেট দিয়ে চার মেরে ৯০ থেকে ৯৪ তে পৌঁছান; পরের ওভারে মইন আলি কে ডাউন দ্য ট্র্যাকে এসে লং অনের উপর দিয়ে মারা বিশাল ছক্কায় বিদেশের মাটিতে প্রথম শতকের স্বাদ গ্রহণ করেন এই ৩৪ বছর বয়সী। এর আগে রোহিতের ৭টি সেঞ্চুরির প্রতিটিই দেশের মাটিতে।

রোহিতের জন্য এই সেঞ্চুরিটা অনেকটাই ‘শাপমোচন’ এর বাড়তি আনন্দ বয়ে নিয়ে আসবে। সাদা বলে যিনি ভারতীয় ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান, লাল বলে ভারতের সীমারেখার বাহিরে গেলেই তাঁর ব্যাট এমন রং হারায় কেন, তা ছিল এক অদ্ভুত রহস্য। দেশের মাটিতে রোহিতের টেস্ট ব্যাটিং গড় যেখানে ৮০ ছুঁই ছুঁই, দেশের বাহিরে তা এতোদিন ছিল ৩০ এর নিচে। দেশের মাটিতে যাঁর ডাবল সেঞ্চুরি আছে, আছে দেড়শ’ পেরোনো একাধিক ইনিংস, আজকের আগে এই সিরিজের লর্ডস টেস্টের প্রথম ইনিংসের ৮৩ ই ছিল বিদেশের মাটিতে তাঁর সর্বোচ্চ। স্বস্তির নিঃশ্বাস অবশ্যই ফেলবেন রোহিত শর্মা। ‘হোম ট্র্যাক বুলি’র অপবাদ হয়তো এবার একটু ঘুচবে তার কপাল থেকে।

নতুন বল হাতে আসার পরই অবশ্য পাল্টা আক্রমণ করে ইংল্যান্ড। পেসার অলি রবিনসন নতুন বল হাতে প্রথম ওভারেই তুলে নেন রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারার দুটি মূল্যবান উইকেট। স্লোয়ার শর্টপিচ ডেলিভারিতে আলগা শট খেলে লং লেগে ক্যাচ আউট হন রোহিত। তার আগে খেলেছেন ২৫৬ বলে ১২৭ রানের ইনিংস।  একই ওভারে পুজারা আউট হন ভেতরে ঢোকা বলে ব্যাটের কানায় লেগে, ক্যাচ যায় স্লিপে দাঁড়ানো মঈন আলির হাতে।

অধিনায়ক ভিরাট কোহলি ও ব্যাটিং অর্ডারে ‘প্রমোশন’ পাওয়া রবীন্দ্র জাদেজা এরপর রানেরর চাকা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে আলোক স্বল্পতায় ১৩ ওভার বাকি থাকতেই খেলা শেষ করে দেন আম্পায়ার।

তৃতীয় দিনশেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭০ রান। ২২ রানে অপরাজিত আছেন কোহলি, ৯ রানে জাদেজা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img