কিরগিজস্তানে অনুষ্ঠিত তিন জাতি ফুটবল টুর্নামেন্টে রোববার ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এই ম্যাচে নিজেদের গতানুগতিক রক্ষণাত্মক ফুটবলের ধারা ভেঙ্গে ভিন্ন কৌশলে ফুটবল খেলার কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভুঁইয়া।
যদিও সেই কৌশল ঠিক কি হবে সেটা জানাননি কোচ-অধিনায়ক কেউই। তবে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির কথা চিন্তা করেই এই বিকল্প খোঁজার চেষ্টা; এমনটা জানিয়েছেন তাঁরা। এও জানিয়েছেন, এই কৌশল ফলপ্রসূ হলে তা সামনেও অটুট রাখার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
“আমরা এই ম্যাচে নতুন কৌশলে ফুটবল খেলার চেষ্টা করব। সেটা যদি ফলপ্রসূ হয় তাহলে ভবিষ্যতেও এই কৌশলে খেলা চালিয়ে যাব”- বলেছেন জামাল ভুঁইয়া।
“সামনে সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেটাকে সামনে রেখে এই তিন ম্যাচ আমরা ভিন্ন কৌশল, ভিন্ন ফরমেশনে খেলার চেষ্টা করব। এখন যদি নতুন ট্যাকটিকস কার্যকর করতে পারি তাহলে সাফেও সেটা কাজে লাগানো যাবে। সেজন্য ছেলেদেরকেও এই কৌশলে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। এটা তাদের জন্য কঠিন; তবে নতুন অভিজ্ঞতাও হবে” – বলছিলেন কোচ জেমি ডে
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮) চেয়ে ৮৬ ধাপ এগিয়ে ফিলিস্তিন (১০২)। সাম্প্রতিক ফর্মেও দুই দলের বিস্তর ব্যবধান। জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরকে ৪-০ এবং ইয়েমেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিন। চলতি এই তিন জাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ১-০ গোলে হারলেও তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছাপ রেখেছে তারা। অপরদিকে গত তিন ম্যাচে ২ হার ও ১ ড্র বাংলাদেশের। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করার পর ভারত ও ওমানের বিপক্ষে বরণ করে নিতে হয়েছে পরাজয়।
ফিলিস্তিনের বিপক্ষে অতীত ইতিহাসও খুব সুখকর নয় বাংলাদেশের জন্য। যদিও মাত্র তিনবারই মুখোমুখি হয়েছে দুদল; কিন্তু কোনবারই জয় নিয়ে ফিরতে পারেনি বাংলাদেশ। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে প্রথম দেখায় ১-১ গোলে ড্র টাই বাংলাদেশের একমাত্র সন্তোষজনক অভিজ্ঞতা। এরপর ২০১১ সালে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে ও ২০১৩ এশিয়ান কাপে ১-০ ব্যবধানে ফিলিস্তিনের কাছে হেরেছে বাংলাদেশ। তবে অতীত নিয়ে পড়ে না থেকে বর্তমানে দৃষ্টি দেওয়ার কথা বলেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া।
“কিরগিজস্তানের বিপক্ষে ফিলিস্তিনের ম্যাচটি আমরা মাঠে বসে দেখেছি। তাদের শক্তি, দুর্বলতা সবকিছু নিয়ে কোচের সাথে আলোচনা হয়েছে, তাদের নিয়ে পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনাসমূহ নিয়ে আমরা অনুশীলনেও কাজ করেছি”
“সাফের আগে হাতে এই কয়টি প্রস্তুতি ম্যাচই রয়েছে। এই অল্প সময়ের মাঝেই আমাদের নিজেদের দূর্বলতা ও উন্নতির জায়গাগুলো চিহ্নিত করতে হবে ও সেগুলো নিয়ে কাজ করতে হবে। প্রতিটি ম্যাচ তাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ছেলেরা সবাই ফিট রয়েছে এবং ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছে”- জানান জামাল ভুঁইয়া
দলে এসেছেন চার নতুন মুখ। তাঁদের মধ্যে দু’জন আবার প্রবাসী। একজন ফ্রান্স প্রবাসী নায়েব মোহাম্মদ তাহমিদ ইসলাম; যিনি খেলেন ফ্রান্সের পঞ্চম স্তরের ক্লাব ইউএসএসএ ভেরটুতে। আরেকজন কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান; যিনি খেলেন কানাডার নর্থ টরন্টো নিট্রোস-এর হয়ে। বাকি দুজন উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামান। এই নতুনদের আগামী তিন ম্যাচে সুযোগ পাওয়া নিয়েও জেমি ডে আশাবাদ ব্যক্ত করেছেন।
“আগামীকালকের (আজকের) ম্যাচে কে সুযোগ পাবে তা বলতে পারছি না। তবে সব খেলোয়াড়কেই এই তিনম্যাচের কোন না কোন ম্যাচে সুযোগ দেওয়া হবে। আমি নতুন চারজনকেও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা দিতে চাই”
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল অনুষ্ঠিত হবে অক্টোবরে। মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশীয় এই শীর্ষ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে কিরগিজস্তানে এই তিন জাতি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ। নামে ‘তিন জাতি টুর্নামেন্ট’ হলেও এই টুর্নামেন্টে দল রয়েছে একটি বেশি। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলও এই টুর্নামেন্টের অংশ।
টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক কিরগিজস্তান জাতীয় দলের বিপক্ষে সেপ্টেম্বরের ৭ তারিখ।