রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড দল। প্রথম ইনিংস শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান এসেছে হেনরি নিকোলসের ব্যাট থেকে। টাইগারদের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ২টি উইকেট।
তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে ফিরেন ফিন অ্যালেন; স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করতে থাকেন তিনি। মুস্তাফিজুর রহমানের বলে আউট হওয়ার আগে অ্যালেন করেন ১০ বলে ১৫ রান। অ্যালেনের মতোই আজকে আক্রমণাত্মক ছিলেন দলের বাকিরাও। উইল ইয়ং এবং রচিন রবীন্দ্র মিলেও খেলেছেন স্বাচ্ছন্দ্যে। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে সংগ্রহটাও তাই ১ উইকেট হারিয়ে ৪১।
দুর্দান্ত শুরুর পরেও তা ধরে রাখতে পারেনি কিউইরা; সপ্তম ওভারে বল করতে এসে সাইফউদ্দিনের বলে প্যাভিলিয়নে ফিরে যান ইয়ং এবং কলিন ডি গ্রান্ডহোম। টম লাথামকে নিয়ে রবীন্দ্র ইনিংস বড় করার চেষ্টা করলেও, ইনিংসের দশম ওভারে ২০ রান করেই রিয়াদের বলে বোল্ড হোন তিনি; পরের ওভারে মাহেদির বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমে ফিরেন পুরো সিরিজে একমাত্র অর্ধশতক হাঁকানো ব্যাটসম্যান লাথাম। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৪১ করা কিউইদের ১১ ওভার শেষে সংগ্রহ গিয়ে দাড়ায় ৫ উইকেটে ৬২!
বড় সংগ্রহের আভাস দিয়েও দ্রুত চারটি উইইকেট হারিয়ে যখন দিশেহারা নিউজিল্যান্ড, তখন টম ব্লান্ডেলকে সাথে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন নিকোলস। তাদের দুজনের কল্যাণে দলের সংগ্রহ গিয়ে দাড়ায় ১২৮ এ। নিকোলস করেন অপরাজিত ৩৬ রান; টম ব্লান্ডেল ৩০। টাইগারদের হয়ে দুইটি উইকেট সাইফউদ্দিনের; একটি করে উইকেট পেয়েছেন রিয়াদ, ফিজ, মাহেদি।