১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

‘এ’ দলেও আছেন নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা রাব্বি-শহিদুল

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশের রঙিন পোশাকের ক্রিকেটাররা। বাংলাদেশের পরের টেস্ট নভেম্বরে দেশের মাটিতে পাকিস্তানের সাথে। লম্বা বিরতিতে লঙ্গার ভার্সনের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে হাই পারফরম্যান্স দল (এইচপি) এবং বাংলাদেশ ‘এ’ দলের মধ্যে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজ। বাংলাদেশ ‘এ’ দলে আছেন নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে থাকা কামরুল ইসলাম রাব্বি এবং শহিদুল ইসলাম।

হাই পারফরম্যান্স দলে খেলবেন যুব বিশ্বকাপ জিতে আসা স্কোয়াডের সবাই এবং তাদের বিরুদ্ধে খেলার জন্য ‘এ’ দলে অবশ্য রয়েছেন জাতীয় দলের আশেপাশে থাকা অথবা জাতীয় দল থেকে ছিটকে যাওয়া বেশকিছু খেলোয়াড়। যাদের নেতৃত্বে থাকছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। মুমিনুল ছাড়াও দলে আছেন সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, এবং মোহাম্মদ মিঠুনের মতো খেলোয়াড়। চার দিনের ম্যাচের স্কোয়াডে জায়গা না পেলেও সিরিজের তিন ওয়ানডের জন্য দলে রাখা হয়েছে ইমরুল কায়েসকে।

এইচপি এবং এ দলের সিরিজে থাকছে দুইটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ। ১৬ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজ। ২৩ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। তিনদিন বিরতির পর ৩০ সেপ্টেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ, বাকি দুইটি ওয়ানডে হবে ২ এবং ৪ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এইচপি দল আগেই চট্টগ্রাম গেলেও বাংলাদেশ এ দল চট্টগ্রাম যাবে ১২ সেপ্টেম্বর।

বাংলাদেশ এ দল: মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস (ওয়ানডে)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img