১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

জবাবদিহিতার মুখোমুখি হতে যাচ্ছেন ভারতীয় কোচ এবং অধিনায়ক

- Advertisement -

ওভাল টেস্টের আগে লন্ডনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যাওয়ার কারণে ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক ভিরাট কোহলির উপর হতাশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই অনুষ্ঠান থেকেই করোনাভাইরাসের সংস্পর্শে এসেছেন কোচ শাস্ত্রী, এমনটাই ধারণা করছেন অনেকে; বুধবারেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের সভায় তাদের করতে হবে জবাবদিহি।

ছবি: ইন্টারনেট

সিরিজে ২-১ এ এগিয়ে থাকলেও অস্থিরতা কাটছে না ভারতীয় দলের ড্রেসিংরুমে। প্রধান কোচ শাস্ত্রী চতুর্থ টেস্ট চলাকালীন হয়েছেন করোনা পজিটিভ। তাঁকে পাঠানো হয়েছে আইসোলেশনে; সাবধানতা অবলম্বনের জন্য তাঁর সাথে বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ রমাকৃষ্ণান  শ্রীধর ও ফিজিও নিতিন প্যাটেলকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। যাঁদের মধ্যে পরবর্তীতে শ্রীধর ও অরুণেরও পজিটিভ ফলাফল এসেছে। ম্যানচেস্টারে ৫ম টেস্টে এই তিনজন কোচিং স্টাফের কাউকেই ড্রেসিংরুমে পাচ্ছে না ভারত।

জানা গেছে, ওভাল টেস্ট শুরুর আগে লন্ডনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কোহলি, শাস্ত্রীসহ ভারতীয় দলের আরো কিছু সদস্য। কিন্তু এই বিষয়ে বোর্ডের অনুমতি নেওয়ার কোন প্রয়োজন বোধ করেননি কোচ-অধিনায়ক কেউই। পরে সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ হলে ব্যাপারটি বোর্ডের নজরে আসে। ওভাল টেস্টের চলাকালীন শনিবার অসুস্থ বোধ করেন শাস্ত্রী। সন্ধ্যায় করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে ৫৯ বছর বয়সী কোচের।

বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে কোহলি

দলের প্রধান দুই ব্যক্তির এমন দায়িত্বহীন আচরণে হতাশ বিসিসিআই কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন,

“বোর্ড এই ঘটনায় ভীষণ বিব্রত। চতুর্থ টেস্টের পর প্রধান কোচ এবং অধিনায়ককে জবাবদিহি করা হবে এই বিষয়ে। সেইসাথে দলের ম্যানেজার গিরিষ ডোনগ্রের নিবেদন নিয়েও প্রশ্ন উঠবে”- বলছিলেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা

ধারণা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে করা মিটিংয়েই তোলা হবে এই প্রসঙ্গ। বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে পঞ্চম টেস্ট সঠিক সময়েই অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও আলোচনা করছে। ভারতীয় খেলোয়াড়দের করোনা পজিটিভ না হলেও, হঠাৎ করেই সিরিজের পঞ্চম ম্যাচ নিয়ে দেখা দিয়েছে সংশয়।

“বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল নির্বাচন করা হবে। সেদিনের সভাতেই হয়তো অধিনায়ক এবং কোচকেও জবাবদিহি করতে হবে তাদের কর্মের”- বলছিলেন বিসিসিআই কর্মকর্তা

প্রতিটি খেলোয়াড়কেই করোনায় ভীড় এড়ানোর বার্তা দেয়ার পরেও ভারতীয় দলের বেশ কিছু খেলোয়াড় কিভাবে এমনটা করতে পারে সেটা বোধগম্য নয় অনেকেরই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img