২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

দল থেকে অনেক সাপোর্ট পাচ্ছি: নাসুম

- Advertisement -

চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। নিজের সফলতার রহস্য খোলাসা করেছেন নাসুম, জানিয়েছেন দল থেকে অনেক সহায়তা পাচ্ছেন তিনি। বুধবার ম্যাচশেষে এক ভিডিও বার্তায় এমন কথা বলেছেন এই বাঁহাতি স্পিনার।

প্রথম তিন ম্যাচ বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেছিলেন শেখ মাহেদি হাসান। চতুর্থ ম্যাচে সেই দায়িত্ব পেয়েছেন নাসুম আহমেদ। দায়িত্ব পেয়েই নিজের শতভাগ দিয়েছেন টাইগার স্পিনার। প্রথম ওভারেই ফিরিয়েছেন রাচিন রবীন্দ্রকে। ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দেওয়া ফিন অ্যালেনকেও ফিরিয়েছেন নিজের দ্বিতীয় ওভারে।

তৃতীয় ওভারে উইকেটশূন্য নাসুম তিন ওভারে দশ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। চতুর্থ ওভারে তার জোড়া শিকার, ৪ ওভাড়ে দুই মেডেনে নাসুম ১০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। মূলত দলের সবার সহযোগিতাই তাকে সফল করছে বলেই দাবি নাসুমের।

“আমি দল থেকে অনেক সমর্থন পাচ্ছি। বিশেষ করে অধিনায়ক, সিনিয়র খেলোয়াড়রা আমাকে অনেক সাপোর্ট করছে। এটাই হয়তো আমার আত্মবিশ্বাস বাড়াচ্ছে”-দলের সবার সমর্থন প্রসঙ্গে নাসুম

শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই নন, নাসুম সাহায্য পাচ্ছেন কোচের কাছ থেকেও। চতুর্থ ম্যাচের আগে অনুশীলনে কোচের সঙ্গে দীর্ঘ সময় পার করেছেন, কাজ করেছেন। সেটাই ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করেছেন।

“কোচ আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করে। আমার সঙ্গে অনেককিছু শেয়ার করে, আমিও অনেককিছু শেয়ার করি। গতকাল (মঙ্গলবার) আমরা যখন প্র্যাকটিস করছিলাম তখন কোচ বলেছিল এই উইকেটে আরেকটু আস্তে বল করলে মনে হয় ভালো হয়। আমি মাঠে সেটাই প্রয়োগ করার চেষ্টা করেছি”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img