১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশের প্রতিপক্ষরা

- Advertisement -

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আইসিসির সহযোগী সদস্য দেশ ওমান।  টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১৮ নম্বরে থাকা ওমান বিশ্বকাপের প্রথম পর্বে রয়েছে বি গ্রুপে; বাংলাদেশের সাথেই। তারা এইবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকও বটে।

দল নির্বাচনে অভিজ্ঞতার প্রতি জোর দিয়েছে ওমান। অধিনায়কের দায়িত্বে যথারীতি থাকছেন অলরাউন্ডার জিসান মাকসুদ; সদ্যই আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশ অলরাউন্ডারের মাঝে জায়গা করে নিয়েছেন যিনি। ব্যাটিংয়ে যথারীতি রয়েছেন আকিব ইলিয়াস, মোহাম্মদ নাদিম, সন্দ্বীপ গৌড়, খুররম খান, সুরাজ কুমারদের মত পুরনোরা। দলে ঢুকেছেন অনভিষিক্ত দুইজন ক্রিকেটার- আয়ান খান ও নেস্টর ধাম্বা; দুজনই স্পিনার।

অধিনায়ক হিসেবে আছেন অভিজ্ঞ জিসান মাকসুদ

ওমান প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলেছিল ২০১৬ সালে। এবারো বাছাইপর্ব পেরিয়ে প্রথম রাউন্ডে জায়গা করে নিয়েছে ওমান। ‘বি’ গ্রুপে গতবারের মতো এবারো ওমানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশ; গ্রুপের বাকি দুটি দল স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।

‘বি’ গ্রুপে ওমানের প্রতিপক্ষ বাংলাদেশ, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড

১৭ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে ওমানের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। তাদের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে। ২১ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে তারা খেলবে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে তাদের নিজ দেশের আল আমিরাত স্টেডিয়ামে।

ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, খুররাম খান, ফাইয়াজ বাট, সন্দ্বীপ গৌড়, সুরাজ কুমার, সুফিয়ান মাহমুদ, নাসিম খুশি, বিল্লাল খান, কলিমউল্লাহ, নেস্টার ধাম্বা, আয়ান খান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img