২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

মেহরাব-নাবিলের ব্যাটে টাইগার যুবাদের সংগ্রহ ১৫৪

- Advertisement -

শুক্রবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহরাব হাসান। ৭ জন আফগানিস্তান খেলোয়াড়ের পাশাপাশি ১০ জন বাংলাদেশি খেলোয়াড়ের অভিষেক হয়েছে যুবদলে। প্রথম ইনিংস শেষে টাইগার যুবাদের সংগ্রহ ১৫৪ রান।

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ; স্কোরবোর্ডে ১২ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরে গেছেন দুই টপঅর্ডার ব্যাটসম্যান বিকেএসপির মফিজুল ইসলাম এবং আরিফুল ইসলাম। মফিজুল ৫ রান করলেও আরিফুলকে ফিরতে হয়েছে শূন্যতেই। এরপর ঢাকা মেট্রোর আইচ মোল্লাকে নিয়ে ৬০ রানের জুঁটি গড়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল। ২২ রান করে আইচ মোল্লা ড্রেসিং রুমে ফিরে গেলেও ইনিংসটাকে এগিয়ে নিতে থাকেন নাবিল; ব্যক্তিগত ৪২ রান করে নাবিল যখন প্যাভিলিয়নে ফিরছেন তখন বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ৮৮।

আফগানিস্তানে প্র্যাকটিস ম্যাচে

নাবিল ফিরে যাওয়ার পর আবার পথ হারায় বাংলাদেশ; ১০০ রান করতেই হারায় আরো দুইটি উইকেট। উইকেটরক্ষক তাহজিবুল ইসলাম করেন ৭ রান; ঢাকা নর্থের রিপন মন্ডল গোল্ডেন ডাক এবং রাজশাহীর গোলাম কিবরিয়া ১ রান করেই ফিরে যান প্যাভিলিয়নে।  এবার দলকে বিপর্যয়ের মুখ থেকে বাচাঁনোর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন অধিনায়ক মেহরাব হোসেন। অধিনায়ককে সঙ্গ দেয়ার কাজটা টেলএন্ডার ব্যাটসম্যানরা সঠিকভাবে করতে না পারায় বাংলাদেশের ইনিংস থামে ১৫৪ রানেই; মেহরাবের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৯ রান। আফগান যুবাদের হয়ে চারটি উইকেট নিয়েছেন বিলাল সামি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img