পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই প্রতিবেদন লেখা অব্দি সফরকারীদের সংগ্রহ ১৪ ওভার শেষে ৩ উইকেটে ৫৩ রান।
প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে আফগানিস্তান। এই ম্যাচেই অভিষেক হওয়া সাবাউন বানুরি খেলেছেন বেশ আক্রমণাত্মক মেজাজে; প্রথম ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করা সোলায়মান সাফি মাত্র তিন রান করেই রিপন মন্ডলের বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেও স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছেন বানুরি। উইকেটকিপার ইসাহাক জাজাই ১২ বলে ১২ রান করে গোলাম কিবরিয়ার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ৫৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা; ৩ চার এবং ১ ছয়ে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন সাবাউন বানুরিও।
টানটান উত্তেজনাকর প্রথম ওয়ানডেতে ঘরের মাটিতে ১৬ রানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। টাইগার পেসার রিপন মন্ডল মাত্র ২০ রান ৪টি উইকেট নিলেও, স্পিনাররা করেছেন দুর্দান্ত বোলিং। ম্যাচের একমুহুর্তে যখন মনে হচ্ছিলো ম্যাচটা জিতে নিতে চলেছে সফরকারীরা, তখনই বোলাররা জেগে ওঠে। বরাবরের মতো ঘরের মাটিতে বোলিং নৈপুণ্যে জয় আসে টাইগারদের।