২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘এ’ দলের হয়ে সেঞ্চুরি মিস করলেন শান্ত

- Advertisement -

চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ‘এ’ দল বনাম হাইপারফরম্যান্স (এইচপি) দলের সিরিজের প্রথম চারদিনের ম্যাচে আজ (বৃহস্পতিবার) প্রথমদিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। হাফসেঞ্চুরি করেছেন জাতীয় দলের টেস্ট ওপেনার সাদমান ইসলাম অনিক।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন এইচপি দলের অধিনায়ক আকবর আলী। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেন করতে নামেন সাদমান ইসলাম ও সাইফ হাসান; এই দুজন গত জিম্বাবুয়ে সিরিজেও টেস্টে একসাথে ওপেন করেছিলেন। ওপেনিং জুটিতে ২৪ রান যোগ করে সুমন খানের বলে বোল্ড হয়ে যান সাইফ হাসান; তার ব্যক্তিগত সংগ্রহ ১৫।

Shadman Islam looks to drive India v Bangladesh, 1st Test, Indore, 1st day, November 14, 2019
পঞ্চাশ পেরিয়েছেন সাদমান

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে সাদমান যোগ করেন ১২৩ রান। ১৩৩ বলে ৫৮ রান করে আউট হন সাদমান। ২০৩ বলে ৯৬ রানের ইনিংস খেলে মাহমুদুল হাসানের বলে আউট হয়ে যান শান্ত। ইয়াসির আলী রাব্বি (২১) পারেননি ইনিংস বড় করতে। ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৯ রান করে রান আউটের শিকার হন।

Najmul Hossain Shanto admits Bangladesh in good position but bowlers have their work cut out
ছবিঃ ইন্টারনেট

নির্ধারিত ৯০ ওভার শেষে দলের স্কোর দাঁড়ায় ২৬০/৫। প্রথমদিন শেষে ইরফান শুক্কুর ২৮* ও মুনিম শাহরিয়ার ১৫* রানে অপরাজিত আছেন। এইচপি দলের পক্ষে মাহমুদুল হাসান, সুমন খান, রেজাউর রহমান ও হাসান মুরাদ- প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট; তানজিম হাসান সাকিব ও তানভির ইসলাম ছিলেন উইকেটশুন্য।

‘এ’ দল বনাম এইচপি দলের স্কোরশিট

 

সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ এ দল ২৬০/৫ (সাইফ ১৫, সাদমান ৫৮, শান্ত ৯৬, মিঠুন ৯, ইয়াসির ২১, ইরফান ২৮*, মুনিম ১৫*; মাহমুদুল হাসান ১০-২-২৪-১, সুমন খান ১৬-৬-৪২-১, রেজাউর রহমান ১৫-০-৬৩-১, হাসান মুরাদ ১৩-৪-৪০-১)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img