সিলেটে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ যুব ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ২১১ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল। হাফ সেঞ্চুরি করেছেন আফগান ব্যাটসম্যান বিলাল আহমেদ।
আফগানদের নিয়মিত অধিনায়ক ইজাজ আহমেদ একাদশে নেই; শুক্রবার (আজ) সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাঙ্গেয়ালিয়া খারোতে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয় আফগানদের, ওপেনিং জুটিতে আসে ৩৪ রান। তবে এরপর দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার বিলাল সায়েদি ও ওয়ান ডাউন ব্যাটসম্যান আল্লাহ নূর। আরেক ওপেনার সুলিমান আরবজাইকে নিয়ে বিপর্যয় সামাল দিতে থাকেন মিডল অর্ডার ব্যাটসম্যান বিলাল সায়েদি।
দলীয় ৮৫ রানে সুলিমান ফিরে গেলেও টিকে থাকেন বিলাল। মোহাম্মদ নাজিবুল্লাহর সাথে গড়েন ৫৩ রানের জুটি। ৮৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিলাল। এরপর বাংলাদেশের বোলাররা দাঁড়াতে দেননি কাউকেই। ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২১০ রানে শেষ হয় আফগান যুবাদের ইনিংস।
বাংলাদেশ যুবাদের পক্ষে পেসার মহিউদ্দিন তারেক দুটি এবং মুশফিক হাসান, এসএম মেহরব, আইচ মোল্লা, নাইমুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট শিকার করেছেন।
সিরিজের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ২১০/৮ (৫০ ওভার) (বিলাল ৬০, সুলিমান ৪৩, খারোতে ২৭*; তারেক ২/৫৯, মুশফিক ১/৩২, আইচ ১/২২, নাইমুর ১/৩২, মামুন ১/১৫, মেহেরব ১/১৮, )