২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বিপর্যয়ের পর হৃদয়-তামিমের প্রতিরোধ

- Advertisement -

চট্টগ্রামে প্রথম চারদিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ২৯৮ রানে পিছইয়ে আছে হাইপারফর্ম্যান্স ইউনিট। “এ” দলের ৩৩৯ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪১ রানে ৩ উইকেট হারিয়েছে এইচপি দল। তৌহিদ হৃদয় ৫ রানে এবং তানজিদ হাসান তামিম অপরাজিত আছেন ২১ রানে।

ছবি: বিসিবি

প্রথম চারদিনের ম্যাচে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৬০ রান করেছিল “এ” দল। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে বেশি বড় হয়নি ”এ’’ দলের ইনিংস। ৩৩৯ রানেই গুটিয়ে যায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল। আগেরদিনের ২৮ রানে নট আউট থাকা ব্যাটসম্যান ইরফান শুক্কুর আউট হন ৮৫ রান করে। দ্বিতীয় দিন সকালে “এ” দলের পাঁচ উইকেটের তিনটিই নেন পেসার সুমন খান। ৫৬ রানে ৪ ইউইকেট নিয়ে এইচপির সেরা বোলারও সুমন খান। স্পিনার হাসান মুরাদ নিয়েছেন ৫৩ রানে ২ উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি এইচপির ওপেনাররা। দলীয় ২৩ রানে ওপেনিং জুটি ভাঙ্গেন পেসার শহীদুল ইসলাম। দিনের অপর দুইটি উইকেট নিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। মাহমুদুল হাসান ফিরেছেন ১ রান করে এবং শাহাদাত হোসেন দিপুকে ০ রানেই ফিরিয়েছেন নাঈম। ৩০ রানে তিন উইকেট হারানো দল ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে তওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে।

বৃষ্টির কারনে দ্বিতীয় দিন মাত্র ৫৪ ওভারের খেলা হয়েছে। ম্যাচের তৃতীয়দিনের খেলা মাঠে গড়াবে শনিবার সকাল সাড়ে নয়টায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img