তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ভারতের কাছে হেরে ২৬ ম্যাচ পর হারের স্বাদ পেলো অস্ট্রেলিয়া নারী দল। দুই হাজার আঠারোর পর এই প্রথম কোনো ম্যাচ হারলো অস্ট্রেলিয়া নারী দল। রবিবার অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের টার্গেট ৩ বল এবং ২ উইকেট হাতে রেখে টপকে যায় ভারতীয় নারী দল।
That is it!⁰⁰⚡️
Came agonisingly close in the 2nd ODI but have crossed the finish line NOW. #TeamIndia win the 3rd ODI by 2 wickets after a thrilling chase and with it end Australia’s marathon 26-match unbeaten streak. #AUSvIND pic.twitter.com/4b7QJxvX5w
— BCCI Women (@BCCIWomen) September 26, 2021
সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনাররা খুব একটা জ্বলে পারেননি এদিন, অধিনায়ক মেগ লেনিংও এদিন ফিরেছিলেন শুন্য হাতে। দলীয় ৮৭ রানে ৪ উইকেট পরার পর জুটি গড়েন বেথ মুনি এবং অ্যাশলে গার্ডনার। দুজনের ফিফটিতে শুরুর ধাক্কা সামলিয়ে শক্ত ভীত পায় অজিরা। শেষদিকে তাহলিয়া মেগ্রার ৩২ বলে ৪৭ রানে ২৬৪ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামি ৩৭ রানে ৩ উইকেট এবং পুজা ভাস্ত্রাকার নেন ৪৬ রানে ৩ উইকেট।
২৬৫ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন ভারতের ব্যাটাররা। ৫৯ রানের জুটি গড়ার পর আউট হজন স্মৃতি মান্দানা। মান্দানা ফিরে যাওয়ার পর জুটি গড়েন আরেক ওপেনার শেফালি বার্মা এবং ইয়াস্তিকা ভাটিয়া। একশো রানের জুটি গড়েন এই দুজন। শেফালি ৫৬ রানে আউট হওয়ার পর ভাটিয়াও আউট হন ৬৪ রানে। দ্রুত উইকেট নিয়ে ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়ার মেয়েরা। তবে, দিপ্তি শর্মা এবং স্নেহ রানার দায়িত্বশীল ব্যাটিং এদিন আর জিততে দেয়নি অস্ট্রেলিয়াকে। অজিদের পেসার অ্যানাবেল সাদারল্যান্ড নিয়েছেন ৩০ রানে ৩ উইকেট।
সিরিজের দ্বিতীয় ম্যাচে নো বল নাটকীয়তায় ম্যাচ জেতা না হলেও এই জয়ে অবশেষে অস্ট্রেলিয়ার জয়রথ থামালো ভারত। ওয়ানডে সিরিজের পর দুইদল একমাত্র টেস্টে মুখোমুখি হবে ৩০ সেপেটেম্বর। টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুইদল।