৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

মাঠে ফেরার অপেক্ষায় ক্রুস

- Advertisement -

ইউরো শেষেই জাতীয় দল থেকে নিয়েছেন অবসর। গত কয়েকটা মাস চোটের মধ্য দিয়ে পার করেছেন; চোট নিয়েই খেলেছেন ইউরো ২০২০ এবং চ্যাম্পিয়নস লিগেও। জুনে জার্মানির হয়ে ইউরোতে খেলার পর গ্রোয়িন ইনজুরির কারণে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি টনি ক্রুস, অবশেষে রিয়ালের জার্সিতে মাঠে ফেরার অপেক্ষায় জার্মান তারকা। ৩১ বছর বয়সী মিডফিল্ডার ট্রেনিং সেশনে দারুণ সময় পার করেছেন এবং নিজেকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে তার।

“আমি অত্যন্ত খুশি। টানা ছয় সাত মাস চোটের মধ্য দিয়ে যাওয়ার পর অবশেষে রিয়ালের সাথে তৃতীয় ট্রেনিং সেশনটা কোনো ব্যাথা ছাড়াই শেষ করলাম। এই খুশি ভাষায় প্রকাশ করার মতো নয়”- বলছিলেন ক্রুস

প্র্যাকটিস করেছেন দলের সাথে

মাঠে শেষবার নামার পেরিয়েছে প্রায় তিন মাস; চোটটা আরও পুরোনো, প্রায় ছয় মাসের। প্রচন্ড ব্যাথা নিয়ে খেলে গেছেন, কারণ তাকে খেলতেই হতো। দলের প্রতি যে নিবেদিত প্রাণ ছিলেন সবসময়ই।

“মার্চ মাস থেকে আমি অস্বস্তিবোধ করতে শুরু করি নিজের গ্রোয়িন ইনজুরি নিয়ে। কিন্তু, আমায় খেলাটা চালিয়ে যেতেই হতো। কারণ, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ছিল; সেইসাথে ইউরোও। ২৯ জুনে শেষবার মাঠে নেমেছিলাম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে; এরপর পেরিয়ে গেছে প্রায় আট সপ্তাহ। সময়টা অনেক কঠিন ছিল, কিন্তু পাঁচ ছয় মাস চোটের মধ্য দিয়ে যাওয়ার পর আমি নিশ্চিত ছিলাম একটা সময়ে গিয়ে আমায় থামতেই হবে”- নিজের চোট নিয়ে জার্মান মিডফিল্ডার

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে মলদোভার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের মধ্য দিয়েই দলে ফিরতে চান টনি ক্রুস। তবে, কোচের পরামর্শ মেনেই এগোতে চান তিনি।

“আমার মনে হয় আমি প্রস্তুত এবং পরবর্তী ম্যাচেই স্কোয়াডে ফিরতে পারবো। তবে, আমি আনচেলত্তির সাথে অবশ্যই আলোচনা করবো। সে যদি মনে করে এই ম্যাচেই নামাটা আমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি অপেক্ষা করবো”- নিজের ফেরা নিয়ে বলছিলেন ক্রুস

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img