টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সদ্যপ্রকাশিত টি-টোয়েন্টি বিশ্বকাপগামী বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সফরসূচী হতে এই তথ্য জানা যায়। ম্যাচদুটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে।
সফরসূচী হতে আরো জানা যায়, বিশ্বকাপগামী বিমানে চড়ার আগে ২ অক্টোবর দেশে ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে। ৩ অক্টোবর বাংলাদেশ দল ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশ্যে উড়াল দেবে। মাস্কটে পৌঁছে দলের সদস্যরা থাকবেন রুম কোয়ারেন্টাইনে। অক্টোবরের ৫,৬ ও ৭ এই তিনদিন অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ৮ অক্টোবর সাকিব-মুস্তাফিজরা খেলবেন একটি প্র্যাক্টিস ম্যাচ। পরদিন দল উড়াল দেবে আরব আমিরাতে। আমিরাতে পৌঁছেও একদিন কোয়ারেন্টাইন করতে হবে ক্রিকেটারদের।
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/09/167A5886.jpg)
আবুধাবির এডিসি ওভালে ১২ ও ১৪ তারিখ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মাঝে ১১ ও ১৩ তারিখেও সূচীতে রয়েছে অনুশীলন।
![In Pics | Ireland vs Bangladesh in Dublin](https://images.news18.com/ibnlive/uploads/2019/05/000_1GH1RT.jpg?impolicy=website&width=0&height=0)
১৫ অক্টোবর বাংলাদেশ দল ফিরে আসবে ওমানে। একদিন অনুশীলনের পর ওমানে শুরু হবে বাংলাদেশের আনুষ্ঠানিক বিশ্বকাপ-যাত্রা। বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ অক্টোবর।