তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি তৈরি করা হয়েছে জালিয়াতির মাধ্যমে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। এমনটিই উঠে এসেছে এই প্রতিবেদনে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ প্রতিবেদন দাখিল করেছেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান।
![Meet Cricketer Nasir Hossain's Wife Tamima and Girlfriend Subah](https://1.bp.blogspot.com/-M7xYU6o3m00/YDFI_E6c3bI/AAAAAAAAJKU/UJtT6ZFbYlAkiCskLAnHq75Jm6qgzylSACLcBGAsYHQ/s1600/nasir-hossain-posted-a-picture-with-his-future-wife.jpg)
তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, রাকিবকে তালাক দেননি তামিমা। বৈধভাবে তালাকের কোনো নোটিশও পাননি রাকিব। তামিমা জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক সম্পন্ন না হওয়ায় তামিমা এখনও রাকিবে স্ত্রী হিসেবেই বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে নাসির হোসেন ও তামিমার বিয়ে অবৈধ।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান মামলাটি দায়ের করেন। পরবর্তীতে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।