১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

সাফ চ্যাম্পিয়নশিপ: প্রথম ম্যাচে দুজন খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ

- Advertisement -

সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই ধাক্কা নেমে এলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শিবিরে। জ্বরের কারণে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে অংশগ্রহণ করতে পারছেন না মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রেজাউল করিম।

সাফে অংশ নিতে ২৮ সেপ্টেম্বর মালদ্বীপে চলে গিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে দুইদফা কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে এবং সকল খেলোয়াড়েরই ফলাফল নেগেটিভ এসেছে। কিন্তু সোহেল ও রেজাউলের গায়ে জ্বর থাকায় তারা শ্রীলঙ্কার বিপক্ষে থাকছেন না স্কোয়াডে।

বৃহস্পতিবার মালেতে অনুশীলন করেছে বাংলাদেশ দল

বৃহস্পতিবার (আজ) মালের হেনভিয়েরু ট্রেনিং পিচে অনুশীলন করেছেন জামাল-তপুরা।  অনুশীলন শেষ করে পুরো দল মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়াম পরিদর্শন করেছে। আগামীকাল এই একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের তথা টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই মাঠে সর্বমোট পাঁচ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে। তবে সকল দর্শকদের অবশ্যই ভ্যাক্সিন গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে।

সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া ও অস্কার ব্রুজন

আজ স্থানীয় সময় দুপুর দেড়টায় প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় যাতে অংশগ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বাংলাদেশ দলের নবনিযুক্ত স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img