৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ওমানে টাইগারদের পরীক্ষা শুরু

- Advertisement -

রিয়াদের নাকে সোয়াব নেয়ার স্টিক ঢুকিয়েছেন ডাক্তার। একটু না, বেশ ব্যাথা লাগলো। রীতিমতো ঝাঁকি দিলো রিয়াদের শরীর। ব্যাথায় কঁকিয়ে না উঠে মাথা ঝাড়া দিলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে স্বভাবসুলভ মুচকি হেসে আফিফের দিকে তাকিয়ে বললেন, এইবার তোর পালা। ভয়ে ভয়ে সোয়াব দেয়ার চেয়ারে বসলেন আফিফ হোসেন ধ্রুব। শরীরে জড়তা, ডাক্তার নয়, তাকিয়ে আছেন রিয়াদের দিকে। বিরাট এক “সোয়াব কালেক্টর স্টিক” মুগুরের মতো ধরে আফিফের দিকে এগিয়ে যাচ্ছেন ডাক্তার, চোখ বড় বড় করে তখনই দরজার দিকে এগিয়ে যাওয়া রিয়াদের পিঠে আফিফের চোখ….

ঘূর্ণিঝড়ের কারণে অনিশ্চয়তায় পড়ে গেছিল টাইগারদের ওমান যাত্রা

কি ভাবছেন, সত্যি ঘটনা? একদমই না। কাল্পনিক তবে সোয়াব দেয়ার ঘটনা সত্য। মাসকাটের টিম হোটেলেই ক্রিকেটার আর বহরের বাকি সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার সোয়াব নেয়া হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়, টাইগাররা ওমানে পৌঁছানোর পাক্কা বারো ঘন্টা পরে। যতদূর জানা গেছে পরীক্ষার ল্যাব রেজাল্ট পাওয়া যাবে ঘন্টা চারেকের মধ্যেই, ততক্ষণে ঢাকায় হয়তো রাত নয়টা। এই একটা রাতই কোয়ারেনটিনে থাকতে হবে বাংলাদেশ দলের সব সদস্যকে, সব ঠিক থাকলে মঙ্গলবার দুপুর দেড়টায় ওমান ক্রিকেট একাডেমি স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলনে নামবে টাইগাররা, তার জন্য অবশ্যই কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রেজাল্ট আসতে হবে, সম্ভবতো একমাত্র নেগেটিভ যেটা ক্রিকেটাররা ‘পজিটিভ’ ভাবেই নেবেন।

ওমানে বাংলাদেশ দল

ওমান একাডেমি গ্রাউন্ডটা তিন প্রস্তুতি ম্যাচের ভেন্যু আমিরাত ক্রিকেট স্টেডিয়ামের পাশেই। তাই মূল মাঠটাও এক ঝলকে দেখে নিতে পারবেন টাইগাররা। কেনা পাশের মাঠেই বাছাই পর্বের তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। যে তিনটা ম্যাচ মুশফিকের ভাষায় “বাড়তি চাপ” আর সেই চাপ কাটিয়ে ভালো পারফর্ম করার জন্যেইতো আগেভাগে ওমান যাওয়া, একটু বাড়তি সতর্কতা কিংবা বাড়তি প্রস্তুতি।

ওমানে পৌঁছানোর দিন কোভিড-১৯ পরীক্ষার স্যাম্পল দেয়া ছাড়াও জিমনেশিয়ামে ঘাম ঝড়িয়ে ফিটনেসের মনোযোগী ছিলেন মুশফিক, তাসকিন, আফিফ এবং নাইম শেখ। বাকি আরো কয়েকজন থাকার কথা জানা গেলেও নাম নিশ্চিত করতে পারেনি অলরাউন্ডার। কয়েকজন আবার সময় কাটিয়েছেন সুইমিং পুলে।

দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সামনে রিয়াদ

ওমানে বাংলাদেশ কি ধরণের প্রস্তুতি নেবে? স্বাভাবিকভাবেই ধারণা করা যায়, উইকেটের ধরণ বা ক্রিকেটীয় দিক বাদ দিয়ে ওমানের আবহাওয়া সম্পর্কে ভাল ধারণা পেতে চাইবে টাইগাররা কেননা আরব আমিরাতের গরম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে। অনেকেই মনে করেন, মাঠের প্রতিপক্ষের সাথে ওমান আর সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়াও হবে টাইগারদের আরেকটা প্রতিপক্ষ। যদিও এই বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনেকেরই বিভিন্ন টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তারপরও, বিশ্বকাপ বলেই সবকিছু হওয়া চাই একটু আলাদা, প্রস্তুতিটা হওয়া চাই একদম নিরেট, সেজন্য ছোটখাট সব ব্যাপারই টিম সংস্লিষ্টদের কাছে বড় গুরুত্বপাবে বলেই আশা করেন দল সংশ্লিষ্টরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img