অনূর্ধ্ব-১৫ নারী জাতীয় দল গঠনের লক্ষ্যে জন্য কিশোরী ফুটবলারদের ট্রায়াল আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ১০ ও ১১ অক্টোবর মতিঝিলস্থ বাফুফে ভবনের পাশে আর্টিফিশিয়াল টার্ফে ট্রায়াল অনুষ্ঠিত হবে। এই ট্রায়ালে অংশগ্রহণ করবে ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২১’ ও ‘বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ (ট্যালেন্ট হান্ট) ২০২০-২১’ এর আঞ্চলিক ও চুড়ান্ত পর্ব হতে বাছাইকৃত ২৯ জন কিশোরী ফুটবলার। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী।
ট্রায়াল হতে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে পরবর্তিতে মতিঝিলস্থ বাফুফে ভবনে আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এমনিতে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের নারী ফুটবলারদের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল কৃষ্ণা-মারিয়া-মার্জিয়ারা। ২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপেও শিরোপা জেতে সেই দলটিই। ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে হয় যুগ্ম চ্যাম্পিয়ন।