ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো ফ্র্যাঞ্চাইজি লিগে প্লে-অফ নিশ্চিত করতে চান? খুবই সহজ। প্রয়োজন শুধু দলে একজন কিউই কোচ। অদ্ভুত শোনালেও, শতভাগ নিশ্চয়তার সাথে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা খেলোয়াড় স্কট স্টাইরিস; নিজের কথার পেছনে দিয়েছেন যুক্তিও।
All three IPL franchises with coaches from New Zealand reached the playoffs ? #IPL2021 pic.twitter.com/a1vd320POL
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 9, 2021
চলমান আইপিএলে সেরা চারে পৌছেছে চেন্নাই সুপার কিংস, দিল্লী ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। দলের নামগুলো পড়তে গিয়ে খেলোয়াড়দের ছবি চোখে ভাসছে নিশ্চয়ই? খেলোয়াড়দের কথা না ভেবে একটু কোচদের নামটা মনে করার চেষ্টা করে দেখুন তো! স্টাইরিস কেনো এমন কথা বলেছেন তার উত্তর পেয়ে যাবেন আপনিই।
Success in the @IPL is simple.
100% chance of reaching the playoffs if you hire a KIWI Coach pic.twitter.com/uJNcUBkmPy
— Scott Styris (@scottbstyris) October 8, 2021
আইপিএলে চেন্নাই দলের কোচের দায়িত্বে আছেন সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, ব্যাঙ্গালুরুর কোচ নিউজিল্যান্ডের ডানেডিনে জন্মানো মাইক হেসন, কলকাতার দায়িত্বে আছেন কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম। তিনজনই নিউজিল্যান্ডের; শুধুমাত্র দিল্লীর দায়িত্বে থাকা রিকি পন্টিং অস্ট্রেলিয়ান। আইপিএলের আট দলের দিকে তাকালেও চেন্নাই, ব্যাঙ্গালুরু এবং কলকাতাতেই শুধু কিউই কোচ দেখতে পাওয়া যায়। তাই, মজার ছলেই স্কট স্টাইরিসের টুইট, “যদি দলে একজন কিউই কোচ রাখতে পারো, প্লে-অফ ১০০% নিশ্চিত”