ওমানে ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে রবিবার আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। আইপিএলের বাবল থেকে বেরিয়ে বাংলাদেশ দলের টিম হোটেলে এরই মধ্যে উঠে গেছেন দুবাইতেই থাকা মুস্তাফিজুর রহমান।
তিন অক্টোবর ওমানে গিয়ে বাংলাদেশ দল একদিনের কোয়ারেন্টিন শেষে ৫ তারিখ থেকে প্র্যাক্টিস শুরু করে। তিন দিনের অনুশীলন শেষে ৮অক্টোবর ওমান এ দলের সাথে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জেতে টাইগাররা। ম্যাচ শেষে ৯ তারিখই ওমান ছাড়ার কথা থাকলেও একদিন পিছিয়ে ১০ তারিখে দুবাই আসে বাংলাদেশ দল।
আরব আমিরাতে অক্টোবর মাসের ১২ এবং ১৪ তারিখ বিশ্বকাপের দুইটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১২ তারিখে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা এবং ১৪ তারিখের ম্যাচে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
ওমান থেকে একই বিমানে বাংলাদেশের সাথেই দুবাই এসেছে শ্রীলংকা এবং ওমান দলও। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিরুদ্ধে।