১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ফর্মে ফেরার আভাস সৌম্য সরকারের

- Advertisement -

বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে রানে ফেরার আভাস দিয়েছেন ওপেনার সৌম্য সরকার। তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সৌম্য দলের পক্ষে সর্বোচ্চ ২৬ বলে ৩৪ রান করেছেন।

ছবিঃ ক্রিকইনফো
ছবিঃ ক্রিকইনফো

আবু ধাবিতে ৩১ রানে প্রথম উইকেট পতনের পর ব্যাট করতে নামেন সৌম্য সরকার। দ্বিতীয় উইকেট জুটিতে নাইম শেখ সৌম্যর সাথে বেশিক্ষন টিকতে পারেন নি। নাইম ফেরার পর মুশফিক কিছুক্ষন সৌম্যর সাথে উইকেটে থেকে ফিরে যান। উইকেটের পতনেও একদিকে অবিচল ছিলেন সৌম্য সরকার।

পঞ্চম উইকেট হিসেবে সৌম্য আউট হন ১৫তম ওভারের শেষ বলে। আউট হওয়ার আগে ২৬ বলে ১৩০ স্ট্রাইকরেটে ৩৪ রান করেন সৌম্য। ৩৪ রানের ইনিংসে সৌম্য চার মেরেছেন একটা আর ছক্কা হাঁকিয়েছেন একটা।

ছবিঃ ক্রিকইনফো
ছবিঃ ক্রিকইনফো

সৌম্যর প্রস্তুতি ম্যাচে রানে ফেরার আভাস বাংলাদেশের সমর্থকদও স্বস্তিই দিবে। অফফর্মের ভেতর দিয়ে যাও্যা এই ওপেনার নিজেও ফিরে পাবেন হারানো আত্মবিশ্বাস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img