আগের ওভারে অ্যান্ডি বালবির্নিকে করলেন বোল্ড, পরের ওভারেই জর্জ ডকরেলকে বানালেন মাহেদি হাসানের ক্যাচ। তাসকিনের দুই ওভারে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে একটু যেন নিয়ন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে সেটি কতোটুকু যথেষ্ট হবে তা প্রশ্নসাপেক্ষ। কারণ ৩ উইকেট হারানোর পরও আইরিশদের রানের চাকায় লাগাম দেওয়া যায়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.৩ ওভারে ৩ উইকেটে ১১০ রান করেছে আইরিশরা। গ্যারেথ ডেলেনি ২৬ বলে ৪৪* ও হ্যারি টেক্টর ৮ বলে ৫* রান করে ক্রিজে আছেন। রানের পাহাড়ে চড়ার পথে বেশ ভালোভাবেই রয়েছে আয়ারল্যান্ড।
৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।