আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ এর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টসে জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
একাদশ থেকে বাদ পড়েছেন নাইম শেখ ও নাসুম আহমেদ। প্রস্তুতি ম্যাচে না থাকলেও মূল ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।
TOSS: Bangladesh opt to field against Scotland in Al Amerat!#T20WorldCup | #BANvSCO
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 17, 2021
ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ওমানের আল আমেরাত স্টেডিয়ামে।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড একাদশঃ কাইল কোয়েতজার, জর্জ মানসি, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিয়াস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফিয়ান শরীফ, ব্র্যাড হুইল।