একাদশে ফিরেই ব্যাটিংয়ে মোহাম্মদ নাইম; বিলাল খানের করা আউট সুইং ডেলিভারিটাকে ছেড়ে দিয়ে করলেন ইনিংসের সূচনা। পরের চার বলে কোনো রান তুলতে পারলেন না নাইম, শেষ বলে এক রান নিয়ে স্ট্রাইকটা নিজের কাছেই রাখলেন টাইগার ওপেনার। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে যেই রানটা নিলেন, সেটাও এলো বিপক্ষ দলের ভুল থ্রোতে। ইনিংসে ব্যাটিং প্রান্তে প্রথমবারের মতো লিটন দাস। কালিমুল্লাহর সুইং করা বলটাতে পুরোপুরিভাবেই ব্যর্থ লিটন, ওমানের খেলোয়াড়দের আপিল এবং উইকেট।
আম্পায়ার আউট দিলেও সেটা মেনে নিতে নারাজ টাইগার ওপেনার; সাথে সাথে নিলেন রিভিউ। ফলাফলে যেটা এল সেটা লিটনকে খুশিই করেছে নিশ্চিতভাবে। প্রথম দুই ওভার শেষে কোনো বাউন্ডারি ছাড়া টাইগারদের সংগ্রহ ৭! পরের ওভারেই বিলালের বলে লিটনের ফ্লিক; ক্যাচটা কাশ্যপ প্রজাপতি ধরতে পারলেই হতে পারতো প্রথম উইকেটের পতন। উইকেট হয়নি তাতে কি! পরের বলেই এলবিডব্লিউয়ের শিকার লিটন। ব্যক্তিগত ৬ রানেই প্যাভিলিয়নে টাইগার ওপেনার।