শ্রীলঙ্কায় আসার পর থেকে যেন কিছুই ভালো হচ্ছেনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে। প্রথম ওয়ানডেতে হার, দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১ রানে হার এরপর তৃতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর শেষ সুযোগের ম্যাচেও ঘটেছে ব্যাটিং বিপর্যয়।
বাজে শট খেলে উইকেট উপহার দিয়ে আসার মিছিলে ৭১ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর যুবা টাইগারদের চোখ রাঙ্গাচ্ছিলো ১০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার লজ্জা। তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন লেজের দিকের ব্যাটসম্যানরা। আহসান হাবিবের ৩৩, পেসার আশিকুর জামানের অপরাজিত ৫৪*, ও নাইমুর রহমানের ২৭ রানে ভর করে ১৮৪ রানের ‘মাঝারি’ সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। মূল ব্যাটসম্যানদের মধ্যে ইফতিখার হোসেনের ২৫ ও আইচ মোল্লাহর ২৩ ছাড়া আর কেউ ১০ রানের কোটাও পার হয়নি।
শ্রীলঙ্কার হয়ে ভিনুজা রানপুল ও রাভিন ডি সিলভা নিয়েছেন ৩টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৮৪/১০ (আশিকুর ৫৪*, হাবিব ৩৩, নাইমুর ২৭; রানপুল ৩/৩২, ডি সিলভা ৩/৩৮ )