টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে টাইগাররা কখনো না জিতলেও সাকিব আল হাসান ছিলেন অনন্য। নিজের খেলা ২৭ ম্যাচের ২৬টিতে বোলিং করে বিশ্বসেরা অলরাউন্ডার তুলে নিয়েছেন বিপক্ষ দলের ৩৫টি উইকেট। আর মাত্র ৫টি উইকেট নিতে পারলেই সাকিব হয়ে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
বিশ্বকাপের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছেন পাকিস্তান তারকা শহীদ আফ্রিদি। ৩৪ ম্যাচ খেলা আফ্রিদির সংগ্রহ ৩৯টি উইকেট। এক উইকেট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কান কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গা। ৩৫ উইকেট নেয়া সাকিবের অবস্থানটা এইমুহুর্তে পাঁচে। স্কটল্যান্ডের বিপক্ষে হয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এবার সাকিবের সামনে সুযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেরা উইকেটশিকারি হওয়ার।
৫ উইকেটের ব্যবধানটা সাকিব কমানোর সুযোগ পাচ্ছেন পাপুয়া নিউগিনির বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচেই। বিশ্বকাপে টিকে থাকতে হলে টাইগারদের নেই জয়ের বিকল্প; এমন ম্যাচে সাকিব জ্বলে উঠুক সেটাই প্রত্যাশা সতেরো কোটির বাংলাদেশের।