প্রথম ওভারের দ্বিতীয় বলে নাইম শেখ আউট। চার্লস আমিনির সুইং ও গতিবৈচিত্র্য মনে ধরাচ্ছে ভয়, তবে সব ভয় সব চাপ উড়িয়ে দিয়ে সাকিব আল হাসান ও লিটন দাস পথ দেখাচ্ছেন বাংলাদেশকে।
ডেমিয়েন রাভুকে লং অন দিয়ে উড়িয়ে ছক্কা মেরেছেন সাকিব, আগের ওভারে সপারকে ফাইন লেগ দিয়ে ছক্কা মেরেছেন লিটন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ। সাকিব ১৪ বলে ১৫* ও লিটন ২০ বলে ২৭ রান করে অপরাজিত আছেন।