কি দুর্দান্ত শুরুই না করেছিলেন সাকিব আল হাসান। চারিথ আসালাঙ্কাকে যেভাবে এক ওভারে সপাটে দুটি বাউন্ডারি হাঁকালেন, মনেই হচ্ছিলো আগের ম্যাচ যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে শুরুটা বড় হলো না আজ। পরের ওভারেই চামিকা করুনারত্নের বলের লেংথ না বুঝতে পেরে বোল্ড হয়ে ফিরে গেলেন সাকিব; করেছেন ৭ বলে ১০।
সাকিবের এক ওভার আগেই ফিরে গেছিলেন লিটন। দ্রুত দুই উইকেটের পতনে যে শঙ্কাটা তৈরি হয়েছিল, আপাতত নাইম শেখ ও মুশফিকুর রহিমের ব্যাটে তা খানিকটা দূরেই আছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১১ ওভারে ৮৩/২। নাইম শেখ ৪২* ও মুশফিক ১২* রানে অপরাজিত আছেন।