শ্রীলঙ্কাকে পেলে এমনিই জ্বলে ওঠে তার ব্যাট, কি টেস্ট কি ওয়ানডে কি টি-টোয়েন্টি- লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ খেলা প্রতিটি ফরম্যাটেই ব্যাট হাতে ছুটিয়েছেন রানবন্যা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও তাঁর ব্যতিক্রম হলো না। লঙ্কান বোলারদের বেদম পিটিয়ে মাত্র ৩২ বলে ফিফটি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। চারটি চারের পাশাপাশি মেরেছেন দুটি বিশাল ছক্কা। এটি শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর তৃতীয় টি-টোয়েন্টি ফিফটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৮.৩ ওভারে ১৫০/৪ । মুশফিকের ফিফটির পরপরই রানআউট হয়ে গেছেন আফিফ। করেছেন ৭ রান।