বাকি বোলাররা যখন রান দেওয়ার প্রতিযোগিতা লাগিয়েছেন, প্রথম ওভারে এসে তিনি দিলেন মাত্র ৫ রান, এরপরের ওভারের প্রথম ও চতুর্থ বলেই তুলে নিলেন যথাক্রমে দারুণ ব্যাট করতে থাকা পাথুম নিসাঙ্কা ও মাত্র নামা আভিশকা ফার্নান্দোকে। নিসাঙ্কা বোল্ড হন তাঁর ‘ট্রেডমার্ক’ আর্মবল, পরেরজন বোঝেননি ফ্লাইট। অসাধারণ এক ওভারে বাংলাদেশের লাইনচ্যুত হতে থাকা রেলগাড়িকে আবারো লাইনে ফিরিয়েছেন সাকিব আল হাসান! এক রান দিয়ে নিয়েছেন ২ উইকেট
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৭৯/৪। ১০ম ওভারের চতুর্থ বলে সাইফউদ্দিন ফিরিয়েছেন হাসারাঙ্গাকে। আসালাঙ্কা ২৬ বলে ৪৫* করে এগিয়ে যাচ্ছেন ফিফটির দিকে।