ব্যর্থতা, হতাশার ভার ক্রমেই বাড়ছিলো। সদ্য লিগে প্রোমোশন পাওয়া রায়ো ভায়েকানোর কাছে হারটি হয়তো ছিল কফিনে শেষ পেরেক। বেশ কয়েক সপ্তাহ ধরেই যার গুঞ্জন উঠছিলো, ‘যথেষ্ট হয়েছে’ ভেবে বার্সেলোনা কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তটি নিয়েই ফেললো।
বুধবার রায়ো ভায়েকানোর কাছে হারের পরপরই বরখাস্ত করা হয়েছে বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানকে। স্কাই স্পোর্টস, ফাব্রিজিও রোমানোসহ নানান নির্ভরযোগ্য গণমাধ্যমসূত্রে নিশ্চিত তো হওয়া গেছেই, বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইট ও টুইটার পেজে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়ে দেওয়া হয়েছে।
FC Barcelona has relieved Ronald Koeman of his duties as first team coach
— FC Barcelona (@FCBarcelona) October 27, 2021
কিকে সেতিয়েনের থেকে ২০২০-২১ মৌসুমে দায়িত্ব বুঝে পেয়ে সেই মৌসুমেই বার্সেলোনাকে কোপা ডেল রে জিতিয়েছিলেন বার্সেলোনার সাবেক কিংবদন্তি এই খেলোয়াড়। কিন্তু সাফল্যের বিপরীতে ব্যর্থতা জমেছে বহুগুণে। লা লিগা হারাতে হয়েছে আতলেতিকো মাদ্রিদের কাছে; ইউয়েফা চ্যাম্পিয়নস লিগেও প্যারিস সেইন্ট জার্মেইয়ের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায়। এই মৌসুমে অবস্থা আরো করুণ। ১০ লিগ ম্যাচের মাত্র ৪টিতে জয় এসেছে, চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে উত্তরণ শঙ্কার মুখে, হারতে হয়েছে এল ক্লাসিকোও।
বৃহস্পতিবার ক্লাবের সবার কাছ থেকে বিদায় নেবেন কোম্যান। তবে বার্সার নতুন কোচ কে হবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি।