রীতিমতো সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো একটি মৌসুম পার করছেন ভিনিসিয়ুস জুনিয়র। বিগত তিন মৌসুমের সকল আশাভঙ্গের ইতিহাস, ট্রল-সমালোচনা- পারফরম্যান্সের আগুনে এই মৌসুমে সবকিছু যেন ভুলিয়ে দেওয়ার সংকল্প নিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। শনিবার তার আগুনে পুড়লো এলচে।
‘ভিনি’র জোড়া গোলে এলচের ঘরের মাঠে তাদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
Vinícius Júnior’s game by numbers vs. Elche CF:
97% pass accuracy
7 attempted dribbles
3 successful dribbles
3 shots [2 on target]
3 fouls committed
2 fouls won
2 goalsContinuing to demonstrate his much-improved end product. 🇧🇷 pic.twitter.com/2YLIFaXHir
— Statman Dave (@StatmanDave) October 30, 2021
করিম বেনজেমাকে বিশ্রাম দিয়ে দীর্ঘদিন পর শুরুর একাদশে মারিয়ানো দিয়াজকে খেলিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুসের প্রথম গোলের অ্যাসিস্টটিও আসে তার পা থেকে। নিঁখুত ফিনিশিংয়ে বল জালে জড়ান ‘ভিনি’।
এর কিছুক্ষণ আগে এলচের খেলোয়াড়ের সাথে বল জিতে নেওয়ার লড়াইয়ে চোট পেয়ে অবশ্য মাঠ ছেড়ে যেতে হয় রদ্রিগোকে।
প্রথমার্ধে ঘরের মাঠে এলচেও বেশকিছু সুযোগ তৈরি করেছিলো রিয়ালের রক্ষণ ভেদ করে। লুকাস পেরেজ দুয়েকবার গোল দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। তবে থিবো কোর্তোয়ার গোলকিপিং নৈপুণ্যে বিপদ ঘটেনি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে লালকার্ড খেয়ে মাঠ ছাড়েন এলচের মিডফিল্ডার রাউল গুতি।
৭৩ মিনিটে আবারো আঘাত হানেন ভিনিসিয়ুস। গোলরক্ষক কিকো ক্যাসিয়াকে একেবারে বোকা বানিয়ে বা প্রান্ত থেকে ফিনিশিং দেন ভিনিসিয়াস। এই মৌসুমে এটি ভিনিসিয়ুসের তৃতীয় ‘ব্রেস’ (জোড়া গোল)। লা লিগায় এই নিয়ে ১১ ম্যাচে ৭ গোল হলো তার। সব মিলিয়ে ১৪ ম্যাচে ৯ গোল।
ম্যাচের শেষদিকে ক্যাসেমিরোর ভুলে একটি গোল শোধ দেন এলচের পেরে মিলা।
এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো রিয়াল।