চতুর্থ ওভারের শেষ দুই বল, প্রথমে লোপ্পা ক্যাচ দিয়ে আউট হন নাইম শেখ, পরের বলেই দুর্দান্ত ইয়র্কারে এলবিডাব্লিউ সৌম্য সরকার। রিভিউতেও দেখা যায়, বল ব্যাটে লাগার আগে প্যাড ছুঁয়ে গেছিলো। নিজের পরের ওভারের প্রথম বলেই প্রায় নিয়ে ফেলেছিলেন মুশফিকুর রহিমের উইকেট! মুশফিক হ্যাটট্রিকটি পেতে দিলেননা কাগিসো রাবাদাকে, তবে সান্ত্বনাস্বরূপ দুই বল পরেই ক্যাচ তুলে দিয়ে নিজের উইকেট দিলেন ‘উপহার’।
কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের টপ অর্ডার হয়ে গেছে ছত্রভঙ্গ। পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের স্কোর ২৮/৩ । উইকেটে আছেন লিটন ও মাহমুদউল্লাহ রিয়াদ।