৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

গাপটিল-ফিলিপসের ব্যাটে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ

- Advertisement -

টসে জিতে ফিল্ডিংয়ে স্কটল্যান্ড, বোলাররা শুরুটাও করেননি খারাপ। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগের ওভারে দুর্দান্ত বল করতে থাকা সাফিয়ান শরীফ প্যাভিলিয়নে ফিরিয়েছেন ওপেনার ডেরিল মিচেল এবং অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এক ওভারেই দুই উইকেট হারানো কিউইরা তখন মার্টিন গাপটিলের ব্যাটে ম্যাচে ফেরার আশায়।

এক ওভারেই ফিরিয়েছেন দুই কিউই ব্যাটসম্যানকে

নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন গাপটিল। ১ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ডেভন কনওয়ে ড্রেসিংরুমে ফিরলেও গ্লেন ফিলিপসকে নিয়ে গড়েছেন প্রতিরোধ; তুলে নিয়েছেন নিজের অর্ধশতক।

তুলে নিয়েছেন অর্ধশতক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মালিক ছিলেন শুধুমাত্র ভিরাট কোহলি; এলিট এই ক্লাবে প্রবেশ করতে হলে কিউই ওপেনারের প্রয়োজন ছিল ২৪ রান। ছক্কা হাকিয়ে পূরণ করেছেন তিন হাজার রান। থামেননি তাতেই, ৪০ থেকে ৫০ রান করার পথেও মেরেছেন দুই ছক্কা; সেইসাথে ছুঁয়েছেন ১৫০তম ছক্কার মাইলফলকটাও। প্রথম ছয় ওভারে ২ উইকেটে ৫২ রান তোলা নিউজিল্যান্ডের গাপটিলের অর্ধশতকে ১৩ ওভার শেষে সংগ্রহ ৩ উইকেটে ১০৬!

একপ্রান্ত থেকে ইনিংসটাকে আগলে রেখেছেন ফিলিপস

৩৫ বলে অর্ধশতক তোলা গাপটিল এরপরেই শুরু করেছেন ঝড়ো গতিতে খেলা; আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় শতকের থেকে সাত রান দূরে থেকেই ফিরেছেন প্যাভিলিয়নে। ৫৬ বলে করেছেন ৯৩ রান; ব্রাড হুয়েলকে লং অন দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন কালাম ম্যাকলিয়ডের হাতে। আগের বলেই ৩৩ রান করা গ্লেন ফিলিপসকে ফিরিয়েছেন হুয়েল, টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সামনে দাড়িয়ে স্কটিশ পেসার। জেমস নিশাম এসে এক নিয়ে করেছেন হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ।

মার্টিন গাপটিল-গ্লেন ফিলিপস মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন ১০৫ রান; নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহটাও তাই ১৭২।  স্কটিশদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাফিয়ান শরীফ, ব্রাড হুয়েল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img