২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বার্সেলোনার নতুন কোচ হলেন জাভি

- Advertisement -

ভক্তদের অপেক্ষা ফুরোলো পূর্ণ হলো প্রত্যাশা। অবশেষে কোচ হিসেবে বার্সেলোনার ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন জাভি।

বার্সেলোনা ও স্পেনের সাবেক এই কিংবদন্তী ফুটবলার এই মুহুর্তে কাতারের ক্লাব আল সাদের ম্যানেজার। তবে নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানোর টুইট অনুযায়ী, ওই ক্লাবের সাথে আনুষ্ঠানিক কথাবার্তা ও বিদায়পর্ব শেষ করে জাভি পাড়ি জমাতে চলেছেন স্পেনে। আল সাদ ও বার্সেলোনার মধ্যে কথাবার্তাও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আল সাদের টুইটার পেজ থেকেও বলা হয়েছে আনুষ্ঠানিকতা সম্পন্নের কথা। এখন কেবল বার্সেলোনা থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি।

 

বার্সেলোনার হয়ে ৮টি লা লিগা, ৪টি কোপা ডেল রে ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জাভি। স্পেনের হয়ে জিতেছেন ২০১০ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ ইউরো। ২০১৫ সালে নেন অবসর।

আর্নেস্তো ভালভার্দের পর থেকেই জাভিকে কোচ হিসেবে চাচ্ছিলো বার্সেলোনা সমর্থকেরা। তবে দুবার কোচ পরিবর্তন হলেও জাভিকে আনেনি বার্সা বোর্ড।

ভক্তদের চাওয়া তো পূরণ হলো, তবে রোনাল্ড কোম্যান বার্সার যে ভগ্নদশা রেখে যাচ্ছেন, তা থেকে জাভি কতোটুকু উদ্ধার করতে পারেন সেটিই দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img