বুধবার ইংল্যান্ড-নিজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে কুমার ধর্মসেনা এবং মারাইস এরাসমাসকে। থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিতিন মেনন, ফোর্থ আম্পায়ার পল রাইফেল। ম্যাচ রেফারির ভূমিকায় দেখা যাবে ডেভিড বুনকে।
মজার ব্যাপার হলো, ২০১৯ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের রোমাঞ্চকর সেই ফাইনাল ম্যাচেও আম্পায়ারের দায়িত্ব ছিলেন কুমার ধর্মসেনা এবং মারাইস এরাসমাস। সেই ম্যাচে নাটকীয়তা কম হয়নি। প্রথমে ড্র হওয়ার পর সুপার ওভারেও জেতেনি কোনো দল। বাউন্ডারিতে এগিয়ে থাকার কারণে শেষমেশ ট্রফি উঠে ইংল্যান্ডের হাতে। আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি দুই দল, আবারও আম্পায়ারের ভূমিকায় তারা দুজন!
অন্য সেমিফাইনালে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড কেটেলবরো এবং ক্রিস গ্যাফানেকে। থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন; ফোর্থ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন জেফ ক্রো।