৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

করোনা টিকা নিতে না চাওয়ায় ঘরোয়া টুর্নামেন্টে অবাঞ্ছিত মুরালি বিজয়

- Advertisement -

একসময় ছিলেন ভারতের টেস্ট দলের নিয়মিত ওপেনার। অনেকদিন ধরেই জাতীয় দলের বিবেচনার বাইরে। নতুন খবর, এখন ঘরোয়া ক্রিকেটেও বিবেচনার বাইরে চলে যাচ্ছেন মুরালি বিজয়। কারণ তাঁর জেদ ও একগুঁয়েমি। বিসিসিআইয়ের নিয়ম মেনে তিনি করোনাভাইরাসের টিকা নিতে রাজি নন, এমনকি দলের সাথে বায়োবাবলেও থাকতে রাজি নন। এজন্য আসন্ন সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য তামিলনাড়ু দলে নির্বাচকদের বিবেচনাতেও নাকি নেই মুরালি বিজয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সূত্রমতে, ৩৭ বছর বয়সী এই ওপেনার নাকি নিজের ইচ্ছাতেই ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিসিসিআইয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী কোন টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগেই সকল খেলোয়াড়কে বায়োবাবলে ঢুকতে হবে এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত থাকতে হবে। মুরালি সেটিও করতে রাজি নন। কাজেই তামিল নাড়ু দলের খেলোয়াড়দের প্রাথমিক দলেও তাকে রাখতে রাজি নন নির্বাচকেরা।

এমনকি বিজয় যদি এই মুহুর্তে মত পাল্টেও ফেলেন, তবুও নাকি তাকে দলে সাথে সাথে সুযোগ দেওয়া হবেনা। তাকে আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে এরপর কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচে রান করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই ফিরতে হবে।

এমনিতেও সেপ্টেম্বর ২০২০ সাল থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন মুরালি। সর্বশেষ ঐ মৌসুমের আইপিএল খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img