৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

অবশেষে বিদায় করা হচ্ছে রায়ান কুককে

- Advertisement -

২০১৮ সাল থেকে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে আছেন। চারবছরে একটি দলের ফিল্ডিং পাতাল থেকে আকাশে তোলা সম্ভব, অথচ বাংলাদেশের ফিল্ডিং যেন যে তিমিরে সে তিমিরেই থেকে গেছে। অথচ কোচ আসে কোচ যায়, কিন্তু কি এক জাদুমন্ত্রবলে রায়ান কুকের চাকরি টিকেই থাকে।

সেই জাদুমন্ত্রের প্রভাব অবশেষে শেষ হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পেছনে বড় হাত মনে করা হয় নিম্নমানের গ্রাউন্ড ফিল্ডিংকে, সেই দায় ঘুরেফিরে যার কাঁধে বর্তায়,সেই রায়ান কুকের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তিনি আর বাংলাদেশেও আসছেন না। পাকিস্তান সিরিজে দায়িত্ব পাবেন স্থানীয় কোন কোচ। এর মধ্য দিয়ে অবশেষে রায়ান কুক অধ্যায়ের অবসান ঘটবে বাংলাদেশ ক্রিকেটে।

শনিবার সন্ধ্যায় মিরপুরে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন আকরাম খান।

“ফিল্ডিং কোচকে আমরা এই সিরিজে পাচ্ছিনা। সে আসবে না। তার চুক্তি শেষের দিকে ছিল। সম্ভবত সেটি আর রিনিউ ও করা হবে না”- বলেছেন এই বিসিবি পরিচালক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img