৩৬ বছর বয়সী পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন। জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেছিলেন ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে। সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আভাস দিয়েছেন তিনি । ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই নাকি তিনি খুলে রাখতে চান জাতীয় দলের জার্সিটা।
“আমার লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ খেলার পরে, আমি পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানাবো। তবে সারা বিশ্বে বিভিন্ন লিগে খেলবো” -গণমাধ্যম ‘এ স্পোর্টসে’ ওয়াহাব বলছিলেন
কেবল মাত্র নামের খাতিরে ওয়াহাব দলের জন্য বোঝা হয়ে থাকতে চান না। তিনি মনে করেন যে ফিটনেস এবং পারফরম্যান্স তাঁর দলে থাকা কিংবা না থাকায় প্রধান ভূমিকা পালন করবে। তাঁর মতে,
“সবাইকে একদিন ক্রিকেটকে বিদায় জানাতে হবে কিন্তু আমি এখনও অনুভব করি, আমার দুই থেকে তিন বছর বাকি আছে”
উল্লেখ্য, এই বাঁহাতি পেসার ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টিতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। তিন ফরম্যাটে মিলে বল হাতে পেয়েছেন ২৩৭টি উইকেট।