বিভিন্ন গণমাধ্যমের সূত্র যদি সত্যি হয়, তো আবারো একটি টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করতে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জানুয়ারীতে নিউজিল্যান্ড সফরে টাইগাররা খেলবে দুটি টেস্ট। সেই টেস্ট সিরিজ থেকে নাকি ছুটি চেয়েছেন সাকিব।
এর আগে ফেব্রুয়ারী মার্চেও নিউজিল্যান্ড সিরিজ থেকে নাম কাটিয়ে নিয়েছিলেন সাকিব। সেবার কারণ ছিল অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকা। এবার সম্ভাব্য কারণ ইনজুরি। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর থেকেই ইনজুরি ভোগাচ্ছে সাকিবকে। ইনজুরিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলেননি। বিশ্বকাপও শেষ হয়ে গেলো হ্যামস্ট্রিং ইনজুরিতে। বিসিবির এক সূত্র অনুযায়ী জানা যায়, নিজের ক্রমাগত ইনজুরির ঝুঁকি কমাতেই নাকি বেছে বেছে সিরিজ খেলার চিন্তা করছেন সাকিব। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে ২০২২ সালে কোন কোন সিরিজে খেলবেন আর কোন কোন সিরিজে খেলবেন না তা ঠিক করে ফেলেছেন তিনি। ‘খেলবেন না’র মধ্যে আছে নিউজিল্যান্ড সিরিজ।
এই নিয়ে টানা তিন নিউজিল্যান্ড সফরে দলের সাথে যাচ্ছেন না সাকিব। নিষেধাজ্ঞার পরেও মাত্র দুটি টেস্ট খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। এপ্রিলে শ্রীলঙ্কা সফর থেকেও আইপিএলের জন্য নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
সাকিব বর্তমানে চোট পুনর্বাসনের জন্য আমেরিকায় আছেন পরিবারের সঙ্গে।