দল তিনদিন আগে এসে পৌঁছালেও দুবাইয়ে অবকাশযাপন শেষে মঙ্গলবার ঢাকায় পা রেখেছেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক।
তবে দলের সাথে এখনই যোগ দেবেন না বাবর-মালিক। একদফা করোনা পরীক্ষার পর নেগেটিভ হলে তবেই মিলবে মিরপুরে দলের সাথে অনুশীলন করার সুযোগ।
এদিকে আজ দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তান ফাইনালে উঠতে না পারলেও বাবর আজম কাটিয়েছেন একটি অসাধারণ বিশ্বকাপ। প্রায় ৬১ গড়ে ৩০৩ রান নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাবর। শোয়েব মালিক স্কটল্যান্ডের সাথে হাঁকিয়েছিলেন একটি বিধ্বংসী ফিফটি।