যে ৭টি শহর জুড়ে অনুষ্ঠিত হবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫টি ম্যাচ তাদের নাম চুড়ান্ত হয়েছে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি এই শহরগুলোর নাম প্রকাশ করেছে।
অ্যাডিলেইড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি- এই সাত শহরে আগামী বছরের ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬ দলের লড়াই। দুটি সেমিফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেইড ওভাল। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
২০২২ সালে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গী হবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। এছাড়া ৪টি দল যোগ হবে প্রথম রাউন্ড থেকে।